
প্রকাশ: ৪ অক্টোবর ২০১৯, ২:৫০

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে স্কুল শিক্ষকসহ ৩ জন নি’হত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে ৩টি বাসের অন্তত ৩৫ জন যাত্রী। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার দয়পুর এলাকায় থানার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর গ্রামের আবদুল মান্নানের ছেলে সাজেদুর রহমান (৪৮), চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারইয়াডালা গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে বাসের হেলপার রহিম উদ্দিন মানিক (৪২) ও আরেক হেলপার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব