ইন্দুরকানীতে হা-ডু-ডু টূর্ণামেন্টের ফাইনাল খেলা হাজারো দর্শক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৪ঠা অক্টোবর ২০১৯ ১১:৪৮ পূর্বাহ্ন
ইন্দুরকানীতে হা-ডু-ডু টূর্ণামেন্টের ফাইনাল খেলা হাজারো দর্শক

পিরোজপুরের ইন্দুরকানীতে ৮ দলীয় হা-ডু-ডু টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পথেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টূর্ণামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বয়াতী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম মতিউর রহমান, বিশেষ অতিথি ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তি ১০ নং হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্বা আকরামুজ্জামান, ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, বালিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, ইন্দুরকানী উপজেলা যুবলীগ নেতা ইকরামুল শিকদার, ইউপি সদস্য মিজানুর রহমান, সহিদুল ইসলাম বাবুল তালুকদার, শহিদুল ইসলাম হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, খেলায় মোড়েলগঞ্জের লক্ষনেরহাট যুব  ক্লাব টিমকে ২-০ গোলে হারিয়ে ইন্দুরকানীর পথেরহাট সততা যুব সংঘ বিজয়ী হন। দলে দেশের ভিবিন্ন জেলা খেলোয়ার হায়ার করেন টিম ম্যানেজমেন্ট। যশোর থেকে আগত দেশের খ্যাতনামা হা-ডু-ডু খেলোয়ার টাইগার ও টগর অংশগ্রহন করেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ হা-ডু-ডু টূর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে ইন্দুরকানী ও পার্শ্ববর্তি মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ী দল পথেরহাট সততা যুব সংঘকে রঙ্গিন টেলিভিশন এবং রানার্স আপ লক্ষনের হাট যুব ক্লাব দলকে একটি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন পুরুস্কার হিসেবে তুলেদেন অতিথি বৃন্দ। টূর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের টগরকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষনা করা হয়। উক্ত খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ঘোষেরহাটের মাকিবুল ইসলাম শিকদার।