টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, দুপুর একটার দিকে ওই যৌনপল্লীর একটি ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় বাবিন্দারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যৌনপল্লীর নেত্রী মনোয়ারা বেগম জানান: দুপুরের দিকে একটি রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণের আগেই আমাদের প্রায় অর্ধ শতাধিক ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০টির মত ঘর ও ঘরের মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নিরুপনে কাজ চলছে। কাজ শেষে বিস্তারিত জানা যাবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।