
প্রকাশ: ১ অক্টোবর ২০১৯, ১:৫৫

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া নামকস্থানে মঙ্গলবার (১অক্টোবর) দুপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সুত্র জানায়, নিহতের নাম মোশারফ হোসেন (২০)। সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে।
এ ব্যাপারে সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, দিগন্ত পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। দিগন্ত পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব