বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মাধ্যমে ভোটার হিসেবে তারেক রহমানের নাম তালিকাভুক্ত হয়েছে। এর আগে তারেক রহমানের আবেদন অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, রোববার তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে তিনি সরকারি ভোটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
গত ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া শেষে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি হবে।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শনিবার আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য প্রদান করার পর তারেক রহমানের এনআইডি তৈরি হতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগবে।
এর ফলে ভোটার তালিকায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে তা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে।