
দেশে চাহিদার চেয়েও বেশি উৎপাদন হচ্ছে আলু। তবে রপ্তানিযোগ্য না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে অনেক আলু। এজন্য একটি বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার।
মিলেছে ৬৮৮ কোটি টাকার প্রকল্পের অনুমোদনও। এ প্রকল্পের আওতায় ৪২ জেলার প্রায় সাড়ে আট হাজার কৃষককে প্রশিক্ষণ দেয়া হবে। ফলে মানসম্মত আলুবীজ উৎপাদন করতে পারবেন কৃষকরা। আলুও হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম রপ্তানিপণ্য। আলু বাংলাদেশে দ্বিতীয় প্রধান খাদ্য। বর্তমানে আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান আষ্টম। দেশের চাহিদা মিটিয়ে ইতোমধ্যে আলু বিদেশে রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। তবে, রোগ মুক্ত ও উপযোগী জাতের বীজ আলুর অভাব, প্রয়োজনীয় কৃষি উপকরণের আপ্রতুলতা, অপর্যাপ্ত হিমাগার সুবিধা, প্রক্রিয়াকরণ শিল্পের অভাব এবং দেশের অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা দেশের আলু চাষাবাদে প্রধান প্রতিবন্ধকতা।
