
প্রকাশ: ১ অক্টোবর ২০১৯, ০:৩

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রাম থেকে মঙ্গলবার সকালে গরু চোর সিন্ডিকেটের প্রধান আব্দুল আলীমকে দু’টি গরুসহ আটক করা হয়েছে। স্থানীয় লোকজন তাকে গরুসহ আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আলীম ও তার শ্যালক জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের হবি মিয়ার দুটি গরু সোমবার দিবাগত রাতের কোন এক সময় নিজ বাড়ি থেকে চুরি যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব