
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৮

কুমিল্লায় দোকানের চটপটি-ফুচকা খেয়ে ৩০ জনের বেশি স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার শাকেরা আর এ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৬ জনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুল সূত্র জানায়, শনিবার সকালে স্কুল আঙ্গিনায় বসা ভ্রাম্যমাণ দোকান থেকে চটপটি-ফুচকা খায় শিক্ষার্থীরা। পরে ক্লাস শুরু হওয়ার পর একে একে অসুস্থ হতে শুরু করে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির পাঁচজন, সপ্তম শ্রেণির ১৫ জন, নবম শ্রেণির দুইজন এবং দশম শ্রেণির চার জন রয়েছে। প্রথমে তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

