ভুল ব্যাখ্যায় আটকে ছিলো মশার ওষুধ আমদানি; মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৮শে সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৭ অপরাহ্ন
ভুল ব্যাখ্যায় আটকে ছিলো মশার ওষুধ আমদানি; মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম অভিযোগ করেছেন, ‘সারা বিশ্বে সবাই মশার ওষুধ কিনতে পারেন, তা ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের এটা সম্ভব হচ্ছে না কিছু স্বার্থান্বেষী মহলের কারণে। ওই মহল পুরো বাংলাদেশকে জিম্মি করে রেখেছে। উদ্ভিদ সংরক্ষণ উইং সরকারের একটি বিজ্ঞপ্তির ভুল ব্যাখ্যা দিয়ে ওষুধ আমদানি আটকে রেখেছিল।’

আজ শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ মিলনায়তনে ‘মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, উদ্ভিদ সংরক্ষণ শাখার প্রতিবন্ধকতা তৈরির কারণেই মশার ওষুধ আমদানিতে জটিলতা দেখা দেয়ায় ডেঙ্গু এ বছর প্রকট আকার ধারণ করে।

ইনিউজ৭১/জিয়া