
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২:৩৬

ক্যাসিনো অভিযান নিয়ে কোনো ধরনের বিভ্রান্ত বা গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ। শুক্রবার বিকেলে রাজধানীর বনানী এলাকার নরডিকস হোটেলের সামনে জঙ্গিবিরোধী অভিযানে সক্ষমতা সম্বলিত ‘র্যাবের বিশেষায়িত মহড়া’ শেষে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘অনেকেই রাজধানীতে ৫০-৬০টি ক্যাসিনো আছে বলে কথা বলছেন। আবার কেউ কেউ বলছেন ৫০০টি ক্যাসিনো আছে। আবার অনেকেই বলছেন ঘরে ঘরে ক্যাসিনো আছে। তাই চলমান এই অভিযানকে ব্যাহত করার জন্য দয়া করে কেউ বিভ্রান্ত বা গুজব ছড়াবেন না।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব