
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৫

শরীয়তপুরের নড়িয়া রক্ষা বাঁধের ২শ মিটার এলাকা জুড়ে ধসে পড়েছে। এতে একটি মসজিদ, ৭ টি বসত বাড়িসহ গাছপালা নদীতে বিলিন হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নড়িয়া উপজেলার সাধুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আশপাশে বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনে আতংকিত হয়ে অন্তত ৭০টি বসত বাড়ি অন্যত্র সড়িয়ে নিয়েছে ভাঙন কবলিতরা।
ভাঙন এলাকার বাসিন্ধা আদনান দেওয়ান জানান, সন্ধ্যারদিকে হঠাৎ ২শ মিটার এলাকা নীচের দিকে দেবে যায়। এতে একটি মসজিদ, পাকা বাড়িসহ গাছপালা নদীতে বিলিন হয়ে গেছে। এখনো থেমে থেমে ভাঙন অব্যাহত রয়েছে। আশপাশের বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। আতংকিত হয়ে মানুষ ঘর বাড়ি আসবাপত্র অন্যত্র সড়িয়ে নিচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃঞ্চ সরকার জানান, আমরা নিয়মিত প্রকল্প এলাকা পরিদর্শন করি। কিন্তু কোথাও কোন ভাটল দেখি নাই। হঠাৎ সন্ধ্যায় প্রায় ২শ মিটার জায়গায় ধস দেখা দিয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌচেছি। জরুরী ডাম্পিং শুরু করা হয়েছে।
