
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৬

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আব্বাছ (৫২) নামের এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের শেখ কামাল সেতু সংলগ্ন সলিমপুর গ্রামে পরিকল্পিত এ হামলার ঘটনা ঘটে। হামলায় নারীসহ আরও অন্তত ৭ জন আহত হয়। গুরুতর আহত দুই গৃহবধুসহ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্বাছের মৃত্যু হয়।
নিহত আব্বাছ উপজেলার ধুলাশ্বার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের চান্দু হাওলাদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতে মামলা চলমান বিরোধীয় জমিতে মাত্র কয়েকদিন আগে রাতের আধারে স্থাপনা নির্মান করে হাসেন ভানু পক্ষের সদস্যরা। শুক্রবার সুর্যদয়ের আগমূহুর্তে মরিচের গুড়া ছিটিয়ে স্থাপনা নির্মানকারী সদস্যদের ঘরে প্রবেশ করে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষরা।
এসময় হামলাকারীরা জমির দখল নিতে ওইসব স্থপনা গুড়িয়ে দিয়ে নারীসহ সাঁত জনকে কুপিয়ে রক্তক্ত জখম করে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনরুল ইসলাম জানান, এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব