
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৯

তরুণদের কর্মমুখী শিক্ষায় অবদানের জন্য জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সম্মানসূচক পদক ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বৃহস্পতিবার ‘শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা শীর্ষক’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
হাসিখুশি প্রধানমন্ত্রী পুরস্কার পেয়ে আরো প্রাণবন্ত হন। তিনি বলেন, ‘তরুণদের কর্মসংস্থান ও নিরাপদ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।’ এ ইয়ুথ অ্যাওয়ার্ড বিশ্বের সব শিশু ও তরুণদের উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘আমি যে পুরস্কার পেয়েছি তা আমি আমার দেশের শিশু ও তরুণদের জন্য উৎসর্গ করছি। একই সঙ্গে বিশ্বের সব শিশুর জন্যও এ পুরস্কার উৎসর্গ করছি। এ সম্মানটা আমার একার না, এ সম্মান বাংলাদেশের। কারণ বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। এ সুযোগ পাওয়ার কারণেই এ সম্মানটা পেয়েছি।’

অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের পাশাপাশি সরকারের কয়েকজন নীতি নির্ধারক, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, ইউনিসেফ প্রধান ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।