রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লিংক রোডে অবস্থিত ফু ওয়াং ক্লাব ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মিজানুর রহমান।
মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ফু ওয়াং ক্লাব ঘিরে রাখা হয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে ভেতরে প্রবেশ করেছে র্যাব সদস্যরা।