
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ৩:৫০

সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মঙ্গলবার রাতে মেহেদি হাসান (২৬) নামে এক বালু ব্যবসায়ী বাদি হয়ে হাসান রাশেদকে প্রধান আসামি করে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের মজিবুর মিয়ার ছেলে বালু ব্যবসায়ী মেহেদি হাসানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ।
তাছাড়াও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, চাঁদার দাবিতে হাসান রাশেদসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব