৫০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৫শে সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪০ অপরাহ্ন
৫০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে

শুভেচ্ছা হিসেবে ৫০০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিবেশী রাষ্ট্রের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে এই ইলিশ পাঠানো হচ্ছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন।

বাণিজ্য সচিব জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৫০০ মেট্রিক টন ইলিশের একটি লট ভারতে যাবে। এই পরিমাণ আর বাড়বে না বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগেও শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ পাঠানো হয়েছিল। বাংলাদেশ থেকে বর্তমানে ইলিশ রফতানি বন্ধ রয়েছে। এই বছর বাংলাদেশে ৫ লাখ মেট্রিক টনের বেশি ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব