
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২:৪

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ মিছিল করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও মালিকরা। বুধবার সকাল সাড়ে ১১টায় প্রায় শতাধিক চালক ও মালিক বিক্ষোভ মিছিল বের করে হায়দরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তবে স্থানীয় যুবলীগ নেতারা চাঁদা দাবির বিষয়টি মিথ্যা প্রচারণা বলে দাবি করেন। মিছিল শেষে উত্তেজনা বিরাজ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব