ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের প্রভাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৫শে সেপ্টেম্বর ২০১৯ ০৭:১৪ অপরাহ্ন
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের প্রভাব

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম বেড়েই চলেছে। দালালরা স্থানিয় হওয়া প্রভাব খাটিয়ে চিকিৎসকদের রুম থেকে রোগীদের বিভিন্ন পরিক্ষা  লিখিয়ে নিয়ে যায় তাদের পছন্দের ক্লিনিকে। তাই দালালদের খপ্পরে পড়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন উপজেলার দূর-দূরান্ত থেকে আসা রোগীরা। সরেজমিনে  স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এমন চিত্রই পাওয়া গেছে। 

সরেজমিনে আরো দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রবেশের গেট ঝুলে রয়েছে  মডাণ  ক্লিনিকের বিশাল একটি সাইনবোর্ড । আর ঐ সাইনবোর্ডের কারনে চিনা যায়না এটা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  কি না। টিকেট কাউন্টার, রোগীদের বসার টেবিল,ডাক্তারদের কক্ষে কমপক্ষে ৫থেকে-১০ জন দালাল সক্রিয় হয়ে কাজ করছে। 

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন চিকিৎসকের রুমে চিকিৎসা নিতে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা দরকার হলে তা চিকিৎসক লিখে দেন। এসময় রোগীদের চিকিৎসকের রুমেই  থাকা দালালরা তাদের ব্যবস্থাপত্র ছিনিয়ে নিয়ে তাদের পছন্দের ক্লিনিকে নিয়ে যান। এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা থেকে কমিশন পান দালালরা। কিছু পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালে করা গেলেও দালালদের কারণে তা করাতে পারছেন না রোগীরা। ক্লিনিকে গিয়ে মোটা অংকের টাকা গুনতে হচ্ছে রোগীদের। এসব দালালদের লেতৃত্বে রয়েছেন উজ্জল হাওলাদার নামে স্থানিয় এক প্রভাবশালী দালাল। 

এবিষয়ে দালাল উজ্জল হাওলাদার বলেন, আমি মডাণ ক্লিনিকে চাকরি করি। প্রতিদিন ৪-৫জন রোগী পাই। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেঘনাথ শাহা বলেন, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল তেমন একটা। এবং দালালদের স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর প্রবেশ নিশেদ করা হয়েছে। শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান বলেন, দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করে দিয়েছি। প্রতিটি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালাল প্রতিরোধের জন্য চিঠি দেয়া হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব