
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩০

বিএনপি-জামায়াত সরকারের হাত ধরেই দেশে ক্যাসিনো কালচারের শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সাভার সেনানিবাসের শ্যুাটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, দেশে চুনোপুটি আর রাঘববোয়াল নয়, যার বিরুদ্ধে দুর্নীতি পাওয়া যাবে তাকেই আইনের আওতায় এনে গ্রেফতার করা হবে।
তিনি বলেন আরো বলেন, দেশে দুর্নীতি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান ধাকবে। কোন দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকারের সময় দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ও মদ জুয়ার আসর বসেছিলো, কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগ সরকার এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। দেশে টেন্ডারবাজি সন্ত্রাস দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব