
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ৫:৩২

রাজধানীতে চলাচলকারী রিকশাসহ অবৈধ সব ধরনের যানবাহন শিগগিরই বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে অনুষ্ঠিত মহানগরীর অবৈধ যানবাহন বন্ধ, ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধ বিষয়ক সভা শেষে তিনি একথা জানান। অবৈধ যানবাহন বন্ধ প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন অনতিবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব