
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২:৫১

গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলী উৎপল কুমার দে’কে ওএসডি করা হয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেফতার জি কে শামীমের সঙ্গে গণপূর্তের এই কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মোসা. সুরাইয়া বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’কে গণপূর্ত অধিদফতরে (রিজার্ভ) ন্যস্ত করা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছিলেন, জি কে শামীম কিভাবে এতো কাজ পেয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত ছিলো তা তদন্ত করে দেখা হবে। এক্ষেত্রে কারো দুর্নীতি বরদাশত করা হবে না। এর মধ্যেই গণপূর্তের এই প্রকৌশলীকে ওএসডি করা হল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব