
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২:১৭

উপযুক্ত জায়গা না পাওয়ায় এক দশকেও আলোর মুখ দেখেনি ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’। সবশেষ শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবচরে সক্ষমতা যাচাই করা হলেও পুনর্বাবাসন সংকটে সেখানেও করা যাচ্ছে না বিমানবন্দর। এ অবস্থায় ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এক দশকে শুধু বিমানবন্দরের জায়গা খুঁজতেই সরকারের খরচ হয়েছে ১২০ কোটি টাকা। তবে, এ বছরের মধ্যেই বিমানবন্দর তৈরি জায়গা চূড়ান্ত করতে চায় সরকার।
২০০৯ সালে সরকার গঠন করার পরেই নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। শুরুতেই বাছাই করা হয় ময়মনসিংহের ত্রিশালকে। নীতিনির্ধারকদের বিরোধীতায় পরবর্তীতে আড়িয়াল বিলে জমি বাছাই করা হয়। তবে, স্থানীয়দের বিক্ষোভের মুখে সেখানেও বিমানবন্দর করা যায়নি। পরে বিমানবন্দরের জন্য উপযুক্ত জায়গা নির্বাচনে দায়িত্ব দেয়া হয় জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়েইকে। শরীয়তপুরের জাজিরা ও মাদারিপুরের শিবচরে জমি পাওয়া গেলেও দেখা দেয় ৮ হাজার পরিবারকে পুনর্বাসনের বিশাল চ্যালেঞ্জ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব