
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০:১৪

বাংলাদেশ প্রেসইনিস্টিটিউট কর্তৃক জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের জন্য তিন দিনের বুনিয়াদী প্রশিক্ষনকর্মসুচি শেষ হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার জেলার এলজিইডি মিলনায়াতনের সভাকক্ষে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে সমাপনি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের প্রতিবেদক ও প্রশিক্ষন কর্মসুচির সম্মন্নয়কারি জিলহাজ উদ্দিন নিপুন।
প্রশিক্ষনে জেলার ইন্দুরকানী, ভান্ডারিয়া, কাউখালি ও মঠবাড়িয়ার মোট ৪০ জন সংবাদ কর্মী অংশগ্রহন করে সাফল্যের সাথে প্রশিক্ষন শেষ করে। প্রশিক্ষন শেষে প্রত্যেকের মাঝে সনদ বিতরণ করা হয়।
