রাত ১১টার পরে মটরবাইক না চালানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩২ অপরাহ্ন
রাত ১১টার পরে মটরবাইক না চালানোর অনুরোধ

পর্যটকদের সেবার মানোন্নয়নের লক্ষ্যে ভাড়ায় চালিত মটরবাইক চালকদের সাথে মতবিনিময় করেছেন মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় মহিপুর থানায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুয়াকাটায় আগত পর্যটক ছাড়া রাত ১১টার পরে ভাড়ায় চালিত মটরবাইক না চলানোর অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ উপ-পরিদর্শক হেলাল, মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুব আলম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, মহিপুর মটরসাইকেল স্ট্যান্ড সভাপতি তানিম আকন, বরহরপাড়া স্ট্যান্ড সাংগঠনিক সম্পাদক মহসিন হাওলাদার প্রমুখ। সভায় আগত পর্যটকদের সাথে মটরসাইকেল চালকদের আচরণবিধি, ভাড়া নির্ধারণ, পর্যটকদের সেবার মান উন্নয়ন করাসহ পর্যটকদের আকৃষ্ট করতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়। এছাড়া মটরসাইকেল চালকরা তাদের সমস্যাগুলো তুলে ধরে সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতা কামনা করেন।