
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ৫:১২

বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ছাত্রলীগ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক। তিনি বলেন, গণতান্ত্রিক বিনষ্টের মাধ্যমে একটি কর্তৃত্ববাদী পরিবেশ কায়েম করার জন্য ছাত্রলীগ এই হামলা চালাচ্ছে। আজ সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মী ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হামলার শিকার হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাবি ছাত্রলীগের হামলায় এতে অন্তত ৩৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।