
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ৩:১৯

মানিকগঞ্জে ঘিওরে কিশোরীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে কামরুল হাসান কামাল নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই যুবলীগ নেতা। তার রিমান্ড না মঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
দুই মাস আগে কামাল কিশোরীকে নিয়ে ঢাকায় বেড়াতে যায়। সেখানে একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠে। হোটেল রুমে কামাল ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে এবং ধর্ষণের ছবি ভিডিও করে। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নিয়মিত তাকে ধর্ষণ করতো। অভিযোগে বলা হয়েছে সেই ভিডিও লোক-মারফৎ দেখতে পান কিশোরীর বাবা। শনিবার তিনি ঘিওর থানায় বাদি হয়ে মামলা করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব