
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০:২১

পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন বলেছেন, নারী-নির্যাতন, যৌন হয়রানি, বাল্য বিবাহ,মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সচেতনতামূলক প্রচারনা চালিয়ে গেলে ইনশাআল্লাহ সুফল আসবেই। তাই একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্য নারী-নির্যাতন, যৌন হয়রানি, বাল্য বিবাহ,মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
রবিবার বেলা ১২টায় শরীয়তপুর সরকারী কলেজে ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতামূলক এক কম্বাইন্ড ক্লাসে তিনি এইকথা বলেন। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন জীবনে মানুষের মতো মানুষ হতে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে মা-বাবার সুসন্তান হতে হবে।
শিক্ষকদের অবাধ্য হওয়া যাবে না, ক্লাসে নিয়মিত আসতে হবে। চরিত্রবান হতে হবে। তাহলে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারবে। এদেশে এখন ভালো মানুষের প্রয়োজন। এসময় পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিনকে শরীয়তপুর সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা ফুলের শুভেচ্ছা জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব