কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে গত একমাস ধরে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না বলে বিএনপির ক্রমাগত অভিযোগের পর শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেগম জিয়ার সাথে দেখা করার অনুমতি পেলেন স্বজনরা।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সফররত ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলের সাথে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পরপরই এই অনুমতি প্রদানের ঘটনা ঘটল।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে বেগম জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে জানিয়ে মেঝো বোন বেগম সেলিমা ইসলাম বলেন, তিনি (খালেদা) উঠে দাঁড়াতে পারেন না, তার সারা শরীরে ব্যথা। তিনি নিজ হাতে খেতেও পারেন না।