
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ৩:৫১

টাঙ্গাইলের গোপালপুরে ঝাওয়াইল ইউনিয়নের দক্ষিণ-দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসুল্লি ও পর্যটকদের অনুরোধের কারনে ২০ সেপ্টেম্বর নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদে আনুষ্ঠানিক ভাবে জুমার নামাজ শুরু হয়েছে। প্রথম জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান।
এ সময়ে উক্ত নামাজে অংশ নেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বক্ষ্যব্যাধী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, জনতা ব্যাংকের মো. বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের সদস্য মো. হুমায়ন কবির ও আঃ করিম সহ দেশ বিদেশ থেকে আগত কয়েক হাজার পর্যটক ও মুসুল্লি। এসময় মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম অসুস্থ থাকায় তার রোগ মুক্তির কামনা করে দোয়া করা হয়।

এসময় ২০১ গম্বুজ মসজিদের ২য় তলা ফ্লোর ও ১ম তলায় ফাঁকা অংশে কানায় কানায় পূর্ণ হয়ে যায় , অনেকে জায়গা না পেয়ে ক্ষোভ করতে থাকে এবং ২য় জুমার নামাজের জামাত করে অনুরোধ করতে থাকেন। উল্লেখ্য, মসজিদের নির্মাণ কাজ ৯০/৯৫% শেষ হয়েছে , বাকি কাজ সম্পন্ন হলে আনুষ্ঠানিক উদ্বোধনের পর নিয়মিত নামাজ পড়া শুরু হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব