
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ২:২৩

যুবলীগ নেতা জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলার মধ্যে দুটি মামলার ইতোমধ্যে শুনানি সম্পন্ন হয়েছে। শুনানি শেষে মহানগর হাকিম মাহমুদা আখতার জি কে শামীমকে অস্ত্র মামলায় ৫ দিন এবং মাদক মামলায় ৫ দিনসহ মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত জি কে শামীমের ৭ দেহরক্ষীর প্রত্যেককে অস্ত্র মামলায় ৪ দিনের রিমান্ড দেন। গুলশান থানার পরিদর্শক (অপারেশন্স) আমিনুল ইসলাম আদালতের কাছে এ রিমান্ড আবেদন করেন। এর আগে শনিবার বিকেল তিনটার দিকে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গুলশান থানায় নিয়ে যান র্যাব সদস্যরা। সেখানে তারা থানা হাজতে আছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

