
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ২:৯

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, আমরা এখন সেই ব্রিটিশ ও পাকিস্থান ভাব ধারার পুলিশ নই। সে সময় আমরা বিভিন্ন কারনেই অনেক কাজ করতে সক্ষম হয়নি। পুলিশ এখন বঙ্গবন্ধুর সোনার বাংলার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস নিয়ে একটি ঘুষ, দূর্নীতিমুক্ত প্রশাসন গড়ার লক্ষে সর্বস্তরের জন প্রতিনিধি ও তৃনমূলদের সাথে নিয়ে সমাজের সকলস্তরের সেবা পৌছে দিতে চায়। তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই, সেজন্য আপনাদের সোনার মানুষ হয়ে সকলের শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় নগরের অশ্বনী কুমার টাউন হলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নাগরিক তথ্য অভিযান-২০১৯ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথাগুলো বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান সালেহ, উপ- পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন (বিপিএম-বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, বিসিসি প্যানেল মেয়র আয়শা তৌহিদা লুনা ও কোতয়ালী কমিউনিটি পুলিশিং কমান্ডার বিজয় কৃষ্ণ দে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব