
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৭

পুলিশের সাবেক আইজিপি নুরুল আনোয়ার বলেছেন, ঢাকা শহরে জুয়ার আসর নতুন কিছু নয়। যুগ যুগ ধরে চলে আসছে। আমি পুলিশে কর্মরত থাকার সময়ে যতোবার জুয়া বন্ধ করতে গিয়েছি ততোবারই রাজনৈতিক চাপের কারণে পিছু হঠতে হয়েছে। বিএনপির শাসনামলে জুয়া বন্ধ করার উদ্যোগ নিলে তৎকালীন সরকার আমাকে বান্দরবন বদলি করেছিলো। ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, জুয়া বন্ধ করতে গেলে রাজনীতির উপর মহল থেকে যদি পুলিশ সদস্যদের চাকরি হারানোর হুমকি-ধমকি দেয়া হয়। রাতারাতি বদলি করা হয়। তাহলে পুলিশ কেন ঝুঁকি নিতে যাবে? ঝুঁকি না নিয়ে পুলিশ যদি চুপ করে থাকে তখন বরং তাদের পকেটে কিছু আসে। এমন পরিস্থিতিতে পুলিশ চুপ করে থাকাটাই ভালো মনে করে। দেখেও না দেখার অভিনয় করে।
কেননা পৃথিবীর সব দেশেই জুয়া খেলা চলছে। এর সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে আধুনিক ক্যাসিনো খেলা। এটা বড়লোকদের খেলা। এই খেলা বাংলাদেশে বন্ধ হলে তারা বিদেশে গিয়ে খেলবে। তখন দেশের টাকা বিদেশে চলে যাবে। তাই এই ক্যাসিনো খেলা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে কিছু একটা করা গেলে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব