কালকিনিতে বিষ প্রয়োগে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: শনিবার ২১শে সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
কালকিনিতে বিষ প্রয়োগে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ হান্নান হওলাদার ওরফে হালান নামের এক অসহায় কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এতে করে তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধান হয়েছে বলে ভূক্তভোগী পরিবার জানায়। এ বিষয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী কৃষক। আজ শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে।

ভূক্তভোগী পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার পাথুড়িয়ারপার গ্রামের মোঃ জয়নাল হাওলাদারের ছেলে হালান হাওলাদার তার নিজ পুকুরে প্রায়  ৫লাখ টাকা ব্যায়ে রুই, কাতলা, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই তিনি বিক্রি করত। কিন্তু রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে তার পুকুরের সকাল সব মাছ মরে যায়।

কৃষক মোঃ হান্নান হওলাদার ওরফে হালান বলেন, আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি মাছের চাষ করে তা দিয়ে সংসার চালাতাম। কিন্তু আমি এখন কি খেয়ে বাঁচবো। আমি গরীব মানুষ আমাকে এমন ক্ষতিটা কে করলো? এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মোঃ গোলাম কিবরীয়া বলেন, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব