শিবপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৯শে আগস্ট ২০১৯ ০৫:১৮ অপরাহ্ন
শিবপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে, স্বামী আটক

নরিসংদীর শিবপুরে জাকিয়া সুলতানা রনি (৩৫) নামে এক গৃহবধূকে পূর্বপরিকল্পিত ভাবে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।নিহত গৃহবধূর পিতার অভিযোগের ভিত্তিতে রবিবার (১৮ আগস্ট) সকালে রনির ঘাতক স্বামী আলমগীর (৩০)কে আটক করেছে থানা পুলিশ।তার প্রথম সংসারে দুটি সন্তান ও আলমগীরের সংসারে ছোট ছোট ৩ সন্তান রয়েছে।ছোট বাচ্চার বয়স একমাস ৬দিন।জানা যায়, গত ১৩ আগস্ট মঙ্গলবার রাতে শিবপুর উপজেলার কুমড়াদি গ্রামের করিম মিয়ার পুত্র আলমগীরের স্ত্রী রনি বেগম নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়।পরে ঐ রাতেই উদ্ধার করে  রনি বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

পরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় ১৭ আগস্ট শনিবার সকালে সে মৃত্যুবরন করে।তবে নিহত রনির স্বজনদের অভিযোগ স্বামী আলমগীর পূর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে রনির শরীরে আগুন ধরিয়ে দেয়।এতে গুরুতর আহত জাকিয়া সুলতানা (রনি) ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল জোর চেষ্টা চালাচ্ছে বলেও জানান তার স্বজনরা।এবিষয়ে শিবপুর মডেল থানায় নিহত জাকিয়া সুলতানা (রনি) বেগমের পিতা সানোয়ার ভূঁইয়া বাদী হয়ে স্বামী আলামগীরকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।ঘটনাটির সত্যতা নিশ্চিত করে শিবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান।রবিবার সকালে সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবা উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি সাংবাদিকদের জানান, এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।