পিরোজপুরের কাউখালীর কচা নদীতে মাছ ধরার সময় তেলবাহী জাহাজের ধাক্কায় এক জেলের নৌকা ডুবে মোঃ হানিফ গাজী (৬২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জোলাগাতী গ্রামের বিদ্যুতের টাওয়ার সংলগ্ন কচা নদীতে এ দূর্ঘটনা ঘটে। হানিফ গাজী ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া গ্রামের মৃত: মফেজ গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে যানাগেছে, ঢাকা-মোংলা রুটে চলাচলকারী একটি তেলবাহী জাহাজ মংলার দিকে যাচ্ছিলো। দুপুরের দিকে তেল বাহী জাহাজটি জোলাগাতী এলাকার কচানদী অতিক্রম করার সময় জাহাজটি জেলের নৌকায় ধাক্কা দিলে হানিফ নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে জালে পেঁচানো অবস্থায় মৃত উদ্বার করে পুলিশের নিকট হস্তান্তর করে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।