আগৈলঝাড়ায় ২১আগষ্ট হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বুধবার ২১শে আগস্ট ২০১৯ ০৪:২৩ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ২১আগষ্ট হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বর্বোরোচিত ২১আগষ্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামীদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন, পুষ্পস্তবক অর্পণ, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কামার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দলের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন। তিনি বক্তব্যে ২১আগষ্ট ঘটনার সাথে জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে ওই সময়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

র‌্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, আ’লীগ সহসভাপতি আব্দুস সাত্তার মোল্লা, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, জসীম সরদার, কাজী আওলাদ হোসেন, আওয়ামীলীগ নেতাও  ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেনসহ সহস্রাধিক নেতাকর্মীরা। 

ইনিউজ ৭১/এম.আর