
প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ১৮:৫৯
কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূর পঙ্কি নায়” লোক সংস্কৃতির রাজধানী খ্যাত হাওরঅধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের মানুষের অন্যতম বিনোদন মাধ্যম আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। হাওর অধ্যুষিত সরাইলে মাটি ও মানুষের সাথে নদী ও হাওরের সম্পর্ক একেকার হয়ে মিশে আছে। দাঙ্গা খাঙ্গমা ভুলে ঐতিহ্যের অন্যমতম বিনোদন নৌকা বাইচ দেখতে গতকাল মঙ্গলবার বিকালে ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা তিতাস নদীতে এক বিশাল নৌকা বাইসের আয়োজন করা হয়েছিল। শত প্রতিকূলতার মাঝে নৌকা বাইস অত্যন্ত আনন্দের মাধ্যমে সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন নোয়াগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মোঃকাজল চৌধুরী, প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ, এস, এম, মোসা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এডঃ জয়নাল উদ্দিন জয়,মোঃ সাব্বির মিয়া সৌদি প্রবাসী ,এবং সকল এলাকার গণ্যমান্য ও ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। সরাইল উপজেলা বিভিন্ন গ্রামের পুরুষ, নারী, শিশু সহ সকল শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠেন। হাওরে বুকজুড়ে ‘হেইয়ারে হেইয়া হু’ হর্ষ ধ্বনীতে মুখরিত ছিল। রোমাঞ্চকর এই নৌকা বাইচ প্রতিযোগীতায় বিজয়নগর উপজেলার বল্লা প্রথম স্থান অর্জন করে,পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দগণ।
ইনিউজ ৭১/এম.আর
