৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসনসহ বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহারের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি উইংস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার ব্যাখ্যা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে:
‘বাংলাদেশ মনে করে যে, ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের যে কাজটি করেছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। সব দেশেরই উন্নয়নকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা উচিত। বাংলাদেশ সবসময়ই এ বিষয়টিকে নৈতিক সমর্থন দিয়ে এসেছে।’ গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তির বিষয়ে ঘোষণা দেয় ভারত সরকার। এ পদক্ষেপের আগের দিন থেকেই জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তখন থেকেই অঞ্চলটিতে ১৪৪ ধারা বা কারফিউসহ ইন্টারনেট ও টেলিযোগযোগাযোগের ওপর নিয়ন্ত্রণ করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়-বাংলাদেশ-কাশ্মীর।
এ ঘটনায় ইতোমধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীর ইস্যুতে বিচার চেয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরই জবাবে ভারত, জানায়, পাকিস্তানের সঙ্গে মামলার লড়াইয়ে প্রস্তুত তারা। এ নিয়ে চীনের সমর্থনে পাকিস্তানের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ডাকা এক রুদ্ধদ্বার বৈঠকের পরও ভারত তার আগের অবস্থানে থেকে জানিয়েছে, ৩৭০ অনুচ্ছেদের বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।