
প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ২৩:৩৪

মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে মতামত জানানোর কথা ছিল তালিকাভুক্ত রোহিঙ্গাদের। কিন্তু আজ মঙ্গলবার (২০ আগস্ট) কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে নির্ধারিত স্থানে সাক্ষাৎকার দিতে আসেননি প্রত্যাবাসনের তালিকাভুক্ত কোনও রোহিঙ্গা। মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত কেউ সেখানে আসেননি। তবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের প্রতিনিধিরা তাদের সাক্ষাৎকার দিতে আসার জন্য উৎসাহিত করে যাচ্ছেন বলে দেখা গেছে।টেকনাফের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ খালেদ হোসেন বলেন, ‘প্রত্যাবাসনের তালিকায় নাম থাকা রোহিঙ্গা নারী-পুরুষদের ঘরে ঘরে গিয়ে তাদের সাক্ষাৎকার দিতে আসার জন্য বলা হয়েছে। তবে কেউ সাক্ষাৎকার দিতে আসেননি। এরপরও বিকাল ৪টা পর্যন্ত অপেক্ষা করা হবে।’

ইনিউজ ৭১/এম.আর