মাদারীপুরে দুই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২০শে আগস্ট ২০১৯ ০৩:১৯ অপরাহ্ন
মাদারীপুরে দুই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

মাদারীপুরে দুই মাদ্রাসাছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে পাশের এলাকার মাসুদ মোড়ল ও রুবেল মোল্লা দুই বখাটের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ওই দুই শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০ টায় সদর উপজেলার কালিকাপুর একটি এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদ পাঁচখোলা এলাকার জলিল মোড়লের ছেলে ও রুবেল একই এলাকার নান্নু মোল্লার ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার সকালে মাদারীপুর শহরে নানার বাড়িতে বেড়াতে আসে পাঁচখোলা ইউনিয়নের জাজিরা দাখিল মাদ্রাসার ৬ষ্ট ও ৯ম শ্রেণির দুই শিক্ষার্থী। নানা বাড়িতে বেড়ানোর পরে শহরে কেনাকাটা করে পুরনো ট্রলারঘাট থেকে রাত ১০টার দিকে বাড়ির উদ্দেশ্যে ট্রলারে ওঠে তারা। পরে ট্রলারে ওই দুই শিক্ষার্থী একা পেয়ে পাশের এলাকার মাসুদ মোড়ল ও রুবেল মোল্লা ট্রলার থামিয়ে কালিকাপুরের একটি পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়।

পরে হত্যার হুমকি দিয়ে মুখ বেঁধে ওই শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করে বখাটে মাসুদ ও রুবেল। একপর্যায়ে ওই দুই শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়লে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ওই দুই শিক্ষার্থীকে কান্নাকাটি করা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দোষীদের বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ওই দুই শিক্ষার্থীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটে রুবেল ও মাসুদকে আটক করেছে থানায় আনা হয়েছে। সদর হাপাতালের মেডিকেল অফিসার শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন বলেন, ধর্ষনের অভিযোগ নিয়ে দুই মাদ্রাসার ছাত্রী হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ভর্তি করে দেয়া হয়েছে। আমরা আলামত সংগ্রহ করে পরিক্ষাগারে পাঠিয়েছি এবং তাদের যথাযথ চিকিৎসা চলছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব