অন্যরকম ঈদ উদযাপন করলেন আগৈলঝাড়া নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: মঙ্গলবার ১৩ই আগস্ট ২০১৯ ১১:৫০ পূর্বাহ্ন
অন্যরকম ঈদ উদযাপন করলেন আগৈলঝাড়া নির্বাহী কর্মকর্তা

ঈদ উদযাপন করতে যখন সবাই পরিবারের কাছে ছুটে গেছেন, তখনও উপজেলা প্রশাসনসহ অনেক সরকারি কর্মকর্তা আগৈলঝাড়া আছেন। কারণ আগৈলঝাড়াবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। দায়িত্ব পালনের ফাঁকেই নিজেদের সীমাবদ্ধতার ভেতরে থেকে ঈদ আজাহা উদযাপন করেছেন এমন বেশকিছু সরকারি কর্মকর্তা।তাদের মধ্যে অন্যরকম ঈদ আজাহা উদযাপন করলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

দেশের বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে পাওয়া এই শিশুদের ঠিকানা হয়েছে বরিশালের আগৈলঝাড়া বিভাগীয় বেবীহোম ছোট মনি নিবাসে। সোমবার দুপুরে উপজেলার গৈলায় অবস্থিত বিভাগীয় বেবী হোম ছোটমনি নিবাসের ২৩ জন অনাথ শিশুদের সাথে ঈদ আজাহা উদযাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। এসময় তিনি অনাথ শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন। এই অনাথ শিশুরা তাদের পিতা-মাতার আদর স্নেহ না পেলে কি হবে তাদের নিজের সন্তানের মতোই ভালোবাসা দিতে কাছে এসেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। এই পবিত্র ঈদে সকলেই যার যার পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঠিক তখন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এই পবিত্র ঈদের দিনে নিজের পরিবার ও সন্তানের মতোই অনাথ এই শিশুদের কাছে গিয়ে নিজের সন্তানের মতো নিজ হাতে তাদের খাবার খাওয়ালেন। তাকে কাছে পেয়ে এই ছোট ছোট অনাথ শিশুরা আনন্দে সমায় কাটিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস অনাথ শিশুদের নিয়ে ঈদ আজাহা উদযাপন করে দৃষ্টান্ত স্থাপন করলো। সময় উপস্থিত ছিলেন বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক মোঃ আবুল কালাম আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া সোনালী ব্যাংকের ম্যানেজার পরিমল বাড়ৈ প্রমূখ।