
প্রকাশ: ১২ আগস্ট ২০১৯, ৪:৩৭

আজসোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় সরাইলের আলোচিত "ইকরাম হত্যাকাণ্ড" নিয়ে প্রেস ব্রিফিং করলেন সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটু। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, পুলিশের হাতে গ্রেফতার নাজমা বেগম ও তার ভাই সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন এ খুনের পরিকল্পনায় ছিলেন। তাদেরকে এ হত্যা মামলায় আসামি করা হয়েছে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে। এ মামলার চিহ্নিত দুই আসামি শিমুল ও সোহাগ পলাতক আছে। তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ মামলায় আরো ৫/৬ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব