দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে উত্তরবঙ্গের ঘরমুখো ভোগান্তিতে পড়া যাত্রীরা। রবিবার (১১ আগস্ট) সকাল ১০ টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের পুংলী এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এছাড়াও এ মহাসড়কের আরো ৮টি স্থানে আগুন জ্বালিয়েছে বিক্ষোভ করেছে ভোগান্তিতে পড়া যাত্রীরা।
টাঙ্গাইলের করটিয়া বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় দীর্ঘ ৪০ কিলোমিটার রাস্তা তীব্র যানজট রয়েছে। দীর্ঘ সময় আটকে পড়ে অনেক যাত্রীই অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে শিশু ও মহিলারাই বেশি ভুক্তভোগী। এদিকে উত্তর বঙ্গগামী যাত্রীরা আগামীকাল ঈদের নামাজ আদায় ও স্বজনদের সাথে ঈদ করতে পারবেন কিনা এনিয়ে সংশয় প্রকাশ করে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।