
প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ১:৩৩

দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে উত্তরবঙ্গের ঘরমুখো ভোগান্তিতে পড়া যাত্রীরা। রবিবার (১১ আগস্ট) সকাল ১০ টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের পুংলী এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এছাড়াও এ মহাসড়কের আরো ৮টি স্থানে আগুন জ্বালিয়েছে বিক্ষোভ করেছে ভোগান্তিতে পড়া যাত্রীরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
