আশুলিয়ায় সুতার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১১ই আগস্ট ২০১৯ ১০:৫৮ পূর্বাহ্ন
আশুলিয়ায় সুতার গোডাউনে আগুন

সাভারের আশুলিয়ায় একটি সুতার গোডাউন আগুনে পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার জমগড়ার ফ্যান্টাসি কিংডমের পাশে কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের সদস্যরা রবিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আশুলিয়ায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি সুতার গোডাউনে আগুনের লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট, সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও মিরপুর থেকে ১টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট প্রায় সাড়ে সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে৷


তিনি বলেন, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্তের সাপেক্ষে বলা যাবে।