পটুয়াখালীতে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে আন্ত:জেলা ডাকাত সর্দার চান মিয়া হাওলাদার নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের বল্লভপুর নামকস্থানে এ বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর এলাকায় সিরিজ ডাকাতিসহ শাহজাহান হত্যা মামলার প্রধান আসামী। এছাড়া তার নামে পটুয়াখালী ও বরগুনা থানায় অন্তত ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার ১০ বছর সাজা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চিহ্নিত ডাকাত সর্দার চানমিয়া হাওলাদার ও তার সঙ্গীরা পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের বল্লভপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল ওই এলাকায় পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে ডাকাত দল।
পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় চানমিয়াকে আটক করে পুলিশ। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।