
প্রকাশ: ৮ আগস্ট ২০১৯, ১৭:৪৪

মশা মারার টাকায় মশক নিবারণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিজেই বিদেশ সফরে আছেন বলে অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুধু তিনিই নন, মশা মারার টাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রায় ১২ জন কর্মকর্তা গত চার বছরে বিদেশ সফর করেছেন বলে অভিযোগ এসেছে কমিশনের কাছে। এসব অভিযোগ পেয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। তারা চার বছরে দুই সিটি করপোরেশনের মশা মারার ব্যয়ের নথি সংগ্রহ করেছে। এতে দেখা যায়, দুই সিটিতেই মশার ওষুধ সরবরাহ করেছে ‘দি লিমিট এগ্রো প্রোডাক্ট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান, যাদের ওষুধ এক বছর আগেই অকার্যকর ঘোষণা করেছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব