ডেঙ্গু নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতার উপলক্ষে ”ক্রাশ প্রোগ্রাম” শুরু করেছে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলার কার্যালয়ের পাশে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে পলাশ জুড়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী।
পলাশ উপজেলার সকল স্তরে জনসচেতনতার সৃষ্টির মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ করার অংশ হিসেবে উপজেলা চত্বর, ঘোড়াশাল পৌর এলাকাসহ চারটি ইউনিয়ন এবং পলাশ শিল্প এলাকার বিভিন্ন শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে এ অভিযান শুরু হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।