প্রকাশ: ৫ আগস্ট ২০১৯, ৪:৩৮
বরিশালে বিপুল পরিমান চোরাই মালামালসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আজ সোমবার (০৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় নগরের চাঁদমারিস্থ অফিসার্স মেসের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খান-বিপিএম। তিনি বলেন, হঠাৎ করেই বরিশাল নগরে দিনের বেলায় চুরির ঘটনা বৃদ্ধি পায়। যার সূত্র ধরে মেট্রোপলিটন পুলিশের দক্ষিন বিভাগ ও মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে নামে। যার ধারাবাহিকতায় সংঘবদ্ধ চোরদের মূল হোতাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব