
প্রকাশ: ৫ আগস্ট ২০১৯, ২৩:২১

‘ক্লিন ক্যাম্পাস উইক’ পালনের অনুষ্ঠানে পরিষ্কার জায়গায় ময়লা ফেলে ছবি তোলার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। সোমবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পূ্র্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-তে ‘ক্লিন ক্যাম্পাস উইক’ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিযোগ ওঠে। জানা যায়, সোমবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ‘ক্লিন ক্যাম্পাস উইক’ উদ্বোধনের কিছুক্ষণ আগে পরিচ্ছন্ন কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে ময়লা ফেলে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রতি মাসের প্রথম সপ্তাহে ‘ক্লিন ক্যাম্পাস উইক’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ক্লিন ক্যাম্পাস উইক’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব