বাউফলে ব্যবসায়ীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৪ঠা আগস্ট ২০১৯ ০৮:০৬ অপরাহ্ন
বাউফলে ব্যবসায়ীর উপর হামলা

পটুয়াখালীর বাঊফলে সংখ্যালুগু ব্যাবসায়ীর দোকানে হামলা করেছে এক দুর্বৃত্ত। গত শুক্রবার উপজেলার নাজিরপুর ইউপির ৮নং ওয়ার্ড বড়ডালিমা সাকিনে কালাইয়া বড়ডালিমা ব্রীজের রাস্তার উত্তর পশ্বিম পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাবসায়ী বিরাজ চন্দ্র শীল বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করে। স্থানীয় সূত্রে যানা যায়, উপজেলার নাজিরপুর ইউপির ৮নং ওয়ার্ড বড়ডালিমা সাকিনে কালাইয়া বড় ব্রীজের রাস্তার উত্তর পশ্বিম পাশে সেলুনের ব্যাবসা করে বিরাজ চন্দ্র শীল।

স্থানীয় হারুন অর রশিদ মুন্সীর ছেলে অলিউল ইসলাম মুন্সী বিরাজ চন্দ্র শীলের সেলুনে কাজ করাইয়া চলিয়া যায়। টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায় বিবাদী অলিউল ইসলাম মুন্সী বিরাজ চন্দ্র শীলের সেলুনের আসবাবপত্র, গ্লাস পিটাইয়া ভাংচুর করে হুমকী দিয়া চলে যায়। ঘটনার স্বাক্ষী মোঃ মোতাহার হোসেন খান এ প্রতিনিধিকে জানান, আমি নামাজ পড়তে যাওয়ার সময় দেখি সেলুন ব্যবসায়ী বিরাজ চন্দ্র শীলের দোকানে ডাক চিৎকারের শব্দ। কাছে গিয়ে দেখে অলিউল ইসলাম মুন্সী বিরাজ চন্দ্র শীলের সেলুনের আসবাবপত্র, গ্লাস পিটাইয়া ভাংচুর করে।

ব্যাবসায়ী বিরাজ চন্দ্র শীল বলেন, কালাইয়া বড়ডালিমা ব্রীজের রাস্তার উত্তর পশ্বিম পাশে সেলুনের ব্যাবসা করি। বিবাদী অলিউল ইসলাম মুন্সী আমার সেলুনে বিভিন্ন সময় কাজ করাইয়া চলিয়া যায়। আমি টাকা চাইলে আমার উপর ক্ষেপে গিয়ে আমার সেলুনের আসবাবপত্র, গ্লাস পিটাইয়া ভাংচুর করে এবং খুন জখম করবে বলিয়া প্রকাশ্যে হুমকী দিয়া চলে যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব